
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে দশটায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইলামিক ফাউন্ডেশন রাজবাড়ী উপ-পরিচালক মো. তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মাসুম। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহ প্রমূখ।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক পদ্ধতিতে শিক্ষা বিস্তারের মাধ্যমে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।