
এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের অধীনস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। প্রতিষ্ঠানটি হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ‘চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়’। এ বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। কিন্তু এর মধ্যে একজনও পাশ করেননি, শতভাগই অকৃতকার্য হয়েছে। এছাড়াও এবছর রাঙ্গাবালী উপজেলায় এসএসসির রেজাল্টে চরম বিপর্যয় দেখাগেছে।
জানাগেছে, রাঙ্গাবালী উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৯৮ জন ও অকৃতকার্য হয়েছে ২৮৫ জন শিক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে মোট ৩জন শিক্ষার্থী, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১জন ও ছালেহা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন।
রাঙ্গাবালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, এক প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। এর পিছনে অবশ্যই শিক্ষকদের গাফলতি ছিল।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।