
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে যশোরের বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এতিম ও অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি নির্মল বিট, সৈয়দ ইকবাল রুজু, কামরুজ্জামান চুন্নু, মিজানুর রহমান মিলন, সাধারণ

সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম সম্পাদক রেজাউনুল ইসলাম রিয়েল, রাজু আহম্মেদ, সাগর আহম্মেদ, সহসাধারণ সম্পাদক তানজিদুল রহমান তানিম। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভির রায়হান তুহিন, সহসভাপতি আলমগীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।