
দালাল ও প্রতারক চক্রের সদস্যদের নিয়ে থানায় না যেতে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকার বাসিন্দাদের প্রতি পরামর্শ দিয়েছেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার সকালে লোহাগাড়া থানা চত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত মানুষজন তাদের অভিযোগ সরাসরি তুলে ধরেন। ওসি সাইফুল ইসলাম তাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অফিসারদের নির্দেশনা দেন।
এ ছাড়া দর্শনার্থীদের কিছু কিছু অভিযোগ সরাসরি সবার সামনে সমাধান করে দেন ওসি।
অনুষ্ঠানে আগতদের প্রতি ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু। আমরা জনগণকে সেবা দিতে এসেছি। যে কোন অভিযোগ সরাসরি আমাকে অবহিত করতে পারেন আপনারা। দালাল ও প্রতারক চক্রের সদস্যকে নিয়ে থানায় আসবেন না।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জহির উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই মো. আব্দুল হক প্রমুখ।