
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) যে আবারও দেশটির সরকার গঠন করতে যাচ্ছে সেটি স্পষ্ট। বিজেপির আবারও ক্ষমতায় আসার ইঙ্গিত পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।
বৃহস্পতিবার (২৩ মে) বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও টুইট করে নরেন্দ্র মোদিকে জানিয়েছেন অভিনন্দন।
বিকেলে টুইট করে তিনি লিখেছেন, বিজেপি ও তার সহযোগী দল ভোটে জয়লাভ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি, উন্নতি এবং শান্তির জন্য মোদির সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।
‘মোদির জোয়ার’ অব্যাহত, আর সেই জোয়ারে ভেসেই আবার একবার ভারতের সরকার গঠন করতে চলেছে বিজেপি। নির্বাচন কমিশন যে ফলাফল দিয়েছে, তা অনুসারে বিজেপি ৩শ’র বেশি আসনে এগিয়ে।