
ঈদের পাঁচ দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসে এসেই বিপত্তিতে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কারণ বদ্ধ কক্ষে মরে পড়ে ছিল একটি ইঁদুর। কবে মরেছে তা বোঝার উপায় নেই। তবে তীব্র দুর্গন্ধে ওই ঘরে আর বসার জো নেই। রোববার সকালে অফিসে এসে নিজের কক্ষে আর ঢুকতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। অগত্যা পাশের একটি কক্ষে বসেই ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
জানা যায়, দিন কয়েক আগেই ইঁদুরটি মারা গিয়ে থাকতে পারে। তাই পচে দুর্গন্ধ বের হচ্ছিল। এদিকে মরা ইঁদুরটি সকালেই কক্ষ থেকে সরিয়ে ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে দুপুরেও ওই কক্ষ থেকে দুর্গন্ধ দূর হয়নি।
পরিস্থিতি দেখতে কয়েকজন সাংবাদিকও মন্ত্রীর কক্ষে ঢুকেছিলেন। কিন্তু তীব্র দুর্গন্ধে তারা আর সেখানে দাঁড়াতে পারেননি।