
কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে চিলি। এর মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শনিবার (২৯ জুন) ভোরে অনুষ্ঠিত এই ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যতে শেষ হয়। পরে পেনাল্টি শুট আউটে অ্যালেক্সিস সানচেজ শেষ গোলটি করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টানা তিন শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখেন।
ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত এই খেলায় চিলির তিনটি গোল ভিএআর প্রযুক্তিতে বাতিল হয়। এই তিনটি বাতিল হওয়া গোলে শট নিয়েছিলেন চার্লেস, আরানগুইজ ও আরতুরো ভিদাল।
তবে টাইব্রেকারে ঠিকই জয় তুলে নেয় চিলি। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সানচেজ পঞ্চম গোলটি করে দলটির জয় নিশ্চিত করেন। এর আগে কলম্বিয়ার উইলিয়াম তেসিয়ো গোল মিস করেন। চিলির হয়ে পেনাল্টিতে শুটে অন্য গোলগুলো করেন ভিদাল, এদুয়ার্দো ভারগাস, এরিক পুলগার ও আরানগুইজ।
আরেক কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ও পেরুর বিপক্ষে জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার পোর্তে অ্যালেগ্রিতে মুখোমুখি হবে চিলি।