
ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, কৃষিঋণ, অতি দরিদ্রদের জন্য স্বল্পসুদে ঋণ বিতরণ এবং শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে।
গতকাল শনিবার সংস্থার প্রধান কার্যালয় ভবনে অনুষ্ঠিত বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভায় এ বাজেট অনুমোদন হয়।
বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং ত্রাণ ও পুনর্বাসন খাতে বরাদ্দ রাখা হয়েছে সংস্থার নিট উদ্বৃত্ত আয়ের ১০ %।
জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি জন. এস. বিশ্বাস, নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু এবং পরিচালকবৃন্দসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাজেট বিষয়ক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালকের পক্ষে বাজেট উপস্থাপন করেন বিশ্বজীৎ কুমার ঘোষ (পরিচালক- অর্থ ও হিসাব)।