
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১১টা ৪৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে তারা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অংশ গ্রহণ করেন। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ সভাপতি নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ।
বিক্ষোভে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
প্রসঙ্গত, জুনের ৩০ তারিখ বিকালে সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেন। গড়ে সব খাতে ৩২ দশমিক ৮ শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে। চলতি মাসের ১ তারিখ থেকে এ দাম কার্যকর হয়েছে।