
চট্টগ্রাম নগরীর খুলশী বেবি সুপার মার্কেটের সামনে এমএস গার্মেন্টস কারখানায় আগুনে ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় এ কারখানার ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন, দুলালী (২৫), সাজিদা (২৫), লিজা আক্তার (১৭), সালমা বেগম (২৫), শারমিন আক্তার (২৪), রুনা পুরো মারমা (২৪), রেহেনা (৩২), ঝরনা (১৮), স্বপ্না (১৯), লিপি বেগম (২২) ও লিপি দাস (৩২)।
জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, এমএস গার্মেন্টসে আগুনের ঘটনায় আগুনের ধোঁয়া ও সিড়ি দিয়ে নামার সময় ১১জন আহত হয়েছে। এদের উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। তাদের মধ্যে দুলালী বেগম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন স্বজনরা।