
যশোরে অস্ত্র মামলায় মতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন পিপি রফিকুল ইসলাম পিটু। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান কারাগারে আটক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ইছালী ক্যাম্পের পুলিশের হাতে আটক হয় বহু মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মতিয়ার রহমান। এসময় তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে খড়ের গাঁদার নিচ থেকে একটি শার্টারগান বের করে দেয় মতিয়ার। এ ঘটনায় এসআই সাখাওয়াত হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। এ মামলায় পাঁচজন পুলিশ সদস্য ও দু’জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।