যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের জন্য ট্রলি ব্যবস্থা চালু করা হয়েছে। গতকাল দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ট্রলি ব্যবস্থা চালুর ফলে যাত্রীদের হয়রানি কমবে, বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে পারবে না।তিনি বলেন, এবারের বাজেট বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্যে ডিউটি এডজাস্ট করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশও অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে।
মোশাররফ হোসেন ভূঁইয়া আরো বলেন, যাত্রীদের জন্য ট্রলি দেয়ার ফলে যাত্রী হয়রানি কমবে, বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে পারবে না।
লিংক রোড ও ট্রলি ব্যবস্থার উদ্বোধনী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বর খন্দরকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি রয়, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, আলহাজ নুরুজ্জামান, খাউরজ্জামান মধু, ও মহসিন মিলন।