যশোরের নবাগত জেলা প্রশাসক কেশবপুরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার কেশবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বক্তারা কেশবপুর উপজেলার অবকাঠামো উন্নয়নসহ রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও মৎস্য উৎপাদন সম্পর্কেও নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকলের মতামত শোনেন। তিনি কেশবপুর উপকুলীয় অঞ্চলের আওতাভূক্ত হওয়ায় জলাবদ্ধতা নিরসনে সরকারের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শিশু পার্ক ও হনুমানের অভায়ারণ্য সৃষ্টির ঘোষণা দেন।
মতবিনিময়ে অংশ নেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আসাদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, প্রবীন শিক্ষক বজলুর রহমান খান, এ্যাড. মিলন মিত্র, সাংবাদিক কবির হোসেন প্রমুখ।