
গাইবান্ধার ফুলছড়িতে ধর্ষন, ধর্ষন পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে উদাখালী নারী ফেডারেশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ৩ আগষ্ট সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,একশনএইড ইন্টারন্যাশনাল প্রতিনিধি সেলসো মারকাট্রো, একশনএইড বাংলাদেশের পাওয়ার প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ইসরাত জাহান বিজু, প্রোগ্রাম অফিসার মৌসুম ইসলাম, সোহেল রানা, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, উপজেলা ফেডারেশনের সভাপতি লাকি বেগম, নারী নেত্রী আছমা বেগম, জেনথী বেগম প্রমুখ।