
অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ তম আগরতলা চলচ্চিত্র উৎসব। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের উৎসব। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর এবারের উৎসবে অন্যান্য চলচ্চিত্রের পাশাপাশি দেখানো হবে বাংলাদেশের চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী পরিচালিত ছবিটিতে জুটি বেঁধে ছিলেন নায়িকা পরীমনি ও নায়ক জায়েদ খান।
চলচ্চিত্র প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘এবারের ২৪ তম আগরতলা চলচ্চিত্র উৎসবে আমাদের‘অন্তর জ্বালা’ছবিটি প্রদর্শনের চূড়ান্ত করা হয়েছে। এটা সত্যই খুব আনন্দের খবর আমার ও ‘অন্তর জ্বালা’টিমের জন্য।’
প্রদর্শনী উৎসবে যোগ দিবেন কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এখনো ঠিক হয়নি কবে যাবো। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কিছুটা ব্যস্ত আছি।’
উল্লেখ, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেয়েছিল পরীমনি ও জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’। মালেক আফসারী পরিচালিত ছবিটি প্রয়াত নায়ক মান্নার স্মরণে তার এক অন্ধ ভক্তের কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল।
অভিনয়ের পাশাপাশি ‘অন্তর জ্বালা’ প্রযোজনাও করেছিলেন নায়ক জায়েদ খান। ছবিটির পরিবেশক নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। পরী-জায়েদ ছাড়াও এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বড়দা মিঠু, মিজু আহমেদ ও অমিত হাসান