
নওগাঁয় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃধবার পুলিশ সুপারের মিলনায়তনে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।
নওগাঁ জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্তসহ সকল অসামাজিক কর্মকর্মকান্ডমুক্ত সাধারন মানুষের বসবাসযোগ্য একটি জেলা হিসেবে প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করে এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি সাংবাদিকদের সহকর্মী হিসেবে উল্লেখ করে বলেন এখন থেকে নওগাঁ জেলা আমার নিজের জেলা নিজের পরিবার। দেশের মধ্যে শান্তিপ্রিয় এই জেলাকে আরও ভালো কিভাবে রাখা যায় সে ব্যপারে সাংবাদিক পুলিশ এক সাথে কাজ করতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়. অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন উপস্থিত ছিলেন। নওগাঁর বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, সাবেক সভাপতি এ্যাড. শেখ আনোয়ার হোসেন, এমদাদুল সুমন, সহ সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, যুগ্ম-সাধারন সম্পাদক শফিক ছোটন, প্রচার সম্পাদক মাহমুদুন নবী বেলাল, মোফাজ্জল হোসেন, হারুন-অর-চৌধুরী রানা প্রমুখ।