gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জাপানে সুনামির আঘাত, জনগণকে উঁচু স্থানে সরানোর নির্দেশনা
প্রকাশ : সোমবার, ১ জানুয়ারি , ২০২৪, ০৫:৫৯:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-01-01_6592931a3543d.jpg

জাপানে ভূমিকম্পের জেরে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় মূল দ্বীপ হোনশু’র তোয়ামা জেলার প্রধান শহর তোয়ামা সিটিতে আঘাত হেনেছে সুনামির ঢেউ।
জাপানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সুনামির ঢেউয়ের একটি ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলোতে বসবাসকারী জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে দেশটির আবহওয়া দপ্তর।
হোনশু’র অপর জেলা ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে ইতোমধ্যে ১ দশমিক ২ মিটার (৩ ফুটেরও বেশি) উঁচু জলোচ্ছ্বাস শুরু ‍হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের এপিসেন্টারও এই ইশিকাওয়া জেলা।

আরও খবর

🔝