gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে মা-বোনকে মারধর করে তাড়িয়ে দেয়ার অভিযোগ
প্রকাশ : সোমবার, ১ জানুয়ারি , ২০২৪, ০৯:৫৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-01_6592e19e4660b.png

যশোরে মাকে দেখভাল না করা ও বোনের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় মা-বোনকে মেরে ঘরছাড়া করেছেন এক ছেলে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সীতারামপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বোন মনিকা সুলতানা মুক্তি ছোটভাই আকাশ ইসলাম ও তার শাশুড়ি ফাতেমা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মনিকা সুলতানা মুক্তার অভিযোগ, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। এসময় মা লিলিমা বেগম ও ভাই আকাশের ভরণপোষণের জন্য টাকা পাঠাতেন আকাশের কাছে। কিন্তু আকাশ সেই টাকা মাকে না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া তার মাকে নির্যাতন চালান। এই সংবাদ পেয়ে দেশে ফিরে ঘটনার সত্যতা পান তিনি। এ বিষয়ে কথা বললে আকাশ তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। যে কারণে মনিকা সুলতানা মুক্তা অভিভাবকদের কাছে নিয়ে বিষয়টি মিমাংসার জন্য ডাকেন। গত ২১ ডিসেম্বর স্বজনেরা অভিযোগ বিষয়ে জানতে চাইলে আকাশ বোন মনিকার ওপর চরম ক্ষিপ্ত হন। এক পর্যায়ে শাশুড়ি ফাতেমা বেগমের ইন্ধনে আকাশ তার বোনতে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এ সময় লিলিমা বেগম তার মেয়েকে রক্ষার জন্য এগিয়ে এলে আকাশের শাশুড়ি ফাতেমা বেগম তাকেও মারধর করেন। এক পর্যায়ে মা ও মুক্তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আকাশ।

 

 

 

আরও খবর

🔝