gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
আ’লীগ করতে হলে নৌকায় ঐক্যবদ্ধ থাকতে হবে: কাজী নাবিল
প্রকাশ : সোমবার, ১ জানুয়ারি , ২০২৪, ১০:০৪:০০ পিএম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-01-01_6592e2f0a95fd.jpg

যশোরের নওয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় যশোর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ করতে হলে বঙ্গবন্ধুর চেতনায় বিশ^াসী হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সোমবার বিকেলে ইউনিয়নের শেখহাটি হাইকোর্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। কাজী নাবিল আহমেদ বলেন, ‘উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা। নৌকা বিজয়ী হলে যশোর হবে দেশের তৃতীয় অর্থনৈতিক জোন।’
নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন সাবেক এমপি আলেয়া আফরোজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, মেহেদী হাসান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, নওয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওসমান গনি ও যুগ্ম-আহবায়ক কাজী আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কর্মকার।
সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু। এদিন সকালে বেজপাড়া তালতলা মোড়, দুপুরে পালবাড়ি মোড়, রাতে দেয়াড়া ইউনিয়নে সংযোগ করেন প্রার্থী কাজী নাবিল আহমেদ।

 

আরও খবর

🔝