gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভারতে যমুনায় ভয়াবহ দূষণ, সুপেয় পানি সংকটের আশঙ্কা
প্রকাশ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২১, ০৩:২৪:২০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1614158829.jpg
ভারতে যমুনার পানি দূষণ প্রতি বছরই আরও প্রকট হচ্ছে। বায়ুর পাশাপাশি দিল্লির পরিবেশে এবার নদীর দূষণ নতুন করে ভাবিয়ে তুলেছে। এতে আগামীতে সৃষ্টি হতে পারে সুপেয় পানির সংকট। গভীর এ সংকটের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপহীনতাকেই দুষছেন স্থানীয়রা।যমুনার পানি দেখে মনে হতে পারে কোনো বরফ খ- ভাসছে। তবে বিষয়টি একেবারেই তা নয়, কলকারখানার তীব্র দূষণে তৈরি হয়েছে সাদা ফেনা। যাতে সয়লাব দিল্লির যমুনা নদী। নদী তীরও ভরে গেছে আবর্জনায়। অযতœ আর অবহেলায় যেন মরতেই বসেছে নদীটি। গতবারও এমন দুর্গন্ধ ছিল না। এবার নদীর তীরের ধারের কাছে আসাই যাচ্ছে না।যে সরকারই এসেছে, পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি। উল্টো কারখানার ময়লা পানিতে মিলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেয়া তথ্যে জানা যায়, ৭০ শতাংশ দূষণই মানুষের মল ও বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে তৈরি। রাজধানীর ৬০ শতাংশ মানুষের পানির চাহিদা পূরণ করে যমুনা। তাই এখনই পদক্ষেপ না নিলে আগামীতে সংকট থেকে উত্তরণের পথ আরও সরু হয়ে পড়বে বলে মনে করছেন গবেষকরা।

আরও খবর

🔝