gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রথম ম্যাচেই খোকন মিত্রের জয়

❒ সিডিসি ওডিআই সিরিজ

প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৭:৪৬:৩৮ পিএম
ক্রীড়া সংবাদ:
1614606494.jpg
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিডিসি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছ খোকন মিত্র স্মৃতি। সোমবার অনুষ্ঠিত খেলায় তাদের কাছে ১৮৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে আব্দুল্লাহ খান হামদু স্মৃতি।জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে অনুষ্ঠিত খেলায় খোকন মিত্র স্মৃতি প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ২২৭ রান করে। জবাবে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় আব্দুল্লাহ খান হামদু স্মৃতির দলীয় ইনিংস। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে পাঁচ ওভার কর্তন করে ওভার নির্ধারণ করা হয় ৪৫ ওভারে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় খোকন মিত্র স্মৃতি আবির হোসাইনের অপরাজিত শতকে ২২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। আবির ১০১ বলে সমান সংখ্যক চার-ছয়ে শতরান করেন। এছাড়া দলের হয়ে নাজিরুল ইসলাস ৩১ ও সিফাত খান ৩১ রান করে। অতিরিক্ত থেকে আসে ৪১ রান। আব্দুল্লাহ খান হামদু স্মৃতির হয়ে মেহেদি হাসান ৩৮ রানে তিনটি, কাজী জিসান ও সাহাবুদ্দিন  নেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ২বলে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় আব্দুল্লাহ খান হামদু স্মৃতির দলীয় ইনিংস। দলের পক্ষে আলিফ হোসাইন ১৭ ও মেহেদি হাসান ১০ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পার করতে পারেননি। বল হাতে খোকন মিত্র স্মৃতির ইয়াসিন ২২ রানে চারটি, আবরার মাহমুদ তিনটি, সিফাত গনি ও তৌফিকুল ইসলাম একটি করে উইকেট দখল করেন। এর আগে সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল সিরিজের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খায়েরুজ্জামান বাবু, এহসানুল হক সুমন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক, সাবেক খেলোয়াড় আসাদুল্লাহ খান বিপ্লব, আয়াজ উদ্দিন রিপন প্রমুখ।

আরও খবর

🔝