gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাবেক সেনাপ্রধান আবদুল মুবীন মোহামেডানের সভাপতি হতে যাচ্ছেন
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৭:৫৯:১৯ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614607578.jpg
দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বহুল আলোচিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন।সোমবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র দাখিলের সময়। নির্ধারিত সময়ে সভাপতি পদে শুধুমাত্র একটি মনোনয়নপত্র জমা পড়েছে। সভাপতি পদে তিনজন মনোনয়নপত্র কিনলেও বাকি দু’জনের একজন, কাজী ফিরোজ রশীদ এমপি, পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্লাবের সাবেক সভাপতি, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেও জমা দেননি।বাছাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এসব আনুষ্ঠানিকতা শেষ হলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহামেডানের সভাপতি নির্বাচিত হয়ে যাবেন জেনারেল (অব.) আবদুল মুবীন। প্রসঙ্গতঃ সাবেক এই সেনাপ্রধান মোহামেডান ক্লাবের নতুন সদস্য। অন্যদিকে ১৬টি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ২০টি।আগামী ৩ মার্চ প্রার্থী তালিকা বাছাই এবং প্রত্যাহার, ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আরও খবর

🔝