gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
অনিয়মের অভিযোগে ইউপি মেম্বর বরখাস্ত
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৮:১৩:৪৪ পিএম
চৌগাছা (যশোর) অফিস :
1614608052.jpg
যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়নের মেম্বর আনোয়ার হোসেন আনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের নানা খাতে কার্ড দেয়ার নাম করে অর্থ আত্মসাত করার অভিযোগে স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্ত করেছে।ফুলসারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেন আনার ইউনিয়নের হতদরিদ্র মানুষের মধ্যে চালের কার্ড, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কাবিখা, ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতা দেয়ার নাম করে টাকা গ্রহণ করেন। দিনের পর দিন কোনো কার্ড বা ভাতার টাকা না দেয়ায় ভুক্তভোগীসহ এলাকাবাসী গত বছরের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুদক উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন। নির্বাহী অফিসার উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসানকে তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে তিনি গত ২৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মেম্বর আনোয়ার হোসেন আনারকে সাময়িক বরখাস্ত করা হয়। ভুক্তভোগী একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গরীবের টাকা আত্মসাৎকারী মেম্বরকে সাময়িক বরখাস্ত করলেই হবে না, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরখাস্ত মেম্বর আনোয়ার হোসেন আনার বলেন, তিনি এ সংক্রান্ত কোনো কাগজপত্র হাতে পাননি। তবে, শুনেছেন যে তাকে বরখাস্ত করা হয়েছে। যদি তাই হয় তাহলে ঘটনাটি দুঃখজনক হবে বলে মনে করেন তিনি। কোনো অপরাধ তিনি করেননি বলে দাবি করেন মেম্বর আনার।

আরও খবর

🔝