gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সেরার সেরা ‘মায়ার জঞ্জাল’
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৭:৫৮:৩১ পিএম
বিনোদন ডেস্ক : :
1614607222.jpg
এবার এশিয়ার সেরা হল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ (ডেব্রি অব ডিজায়ার)। এশিয়ার অন্যান্য দেশের সিনেমাগুলোর সাথে পাল্লা দিয়ে এ সেরা পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। ভারতে ৫ম আর্ট হাউস এশিয়ান ফিল্ম ফেস্টিভালে এবার  বিশ্বের বাছাই করা মোট ৩২টি সিনেমা নির্বাচন করা হয়েছিল। তার মধ্যে সেরা পুরস্কার জিতল এ ছবি। ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য সিলভার উড’ জিতে নিয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’। এর আগে ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিক ফিল্ম ফেস্টিভালের ২১তম আসরে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘মায়ার জঞ্জাল’। এছাড়া সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপেক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেয় এটি। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ‘ডেব্রি অব ডিজায়ার’র চিত্রনাট্য। পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম এবং কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু (গণেশ বাবু)। বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদের সঙ্গে সিনেমাটির সহ-প্রযোজক ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপবুক।

আরও খবর

🔝