gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাত হাজার গোলের মাইলফলকে লিভারপুল
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৭:৫২:৩২ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614606819.jpg
মাঝপথে এসে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে লিভারপুলকে। শিরোপাকে পাখির চোখ করে এগোতে থাকা অলরেডরা হঠাৎ শীর্ষস্থান থেকে ছিটকে যায়। এরপর এমন অবস্থা হয়ে দাঁড়ায়, জয় পাওয়াটাও দুষ্কর হয়ে ওঠে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। তবে স্বস্তির হলো, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা তালিকার একেবারে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়েছে ২-০ গোলে।  এই জয়ে আশার প্রদীপটা ফের জ্বলে ওঠেছে কোচ ক্লপের। লিভারপুল এখনও রয়েছে রোমাঞ্চকর স্থানে।  অলরেডরা কেবল দুই পয়েন্ট পিছিয়ে চারে ওয়েস্ট হামের চেয়ে। শীর্ষ চারে থাকতে না পারলে আগামী চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে তাদের।  ব্লেডসের বিপক্ষে জয়ের রাতে একটি মাইলফলকে পা রেখেছে লিভারপুল। প্রথমার্ধে সফল না হলেও বিরতির পর ৪৮ মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর ৬৫ মিনিটে আত্মঘাতি গোল হজম করে বসে শেফিল্ড। রবার্তো ফিরমিনোর চেষ্টা রুখে দিতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন কিন ব্রায়ান।এই গোলে ইংল্যান্ডের শীর্ষ লিগে লিগে দ্বিতীয় দল হিসেবে সাত হাজার গোলের মাইলফলকে পা রাখল লিভারপুল। প্রতিপক্ষের জালে ৭১০৮টি গোল দিয়ে প্রথম স্থানে আছে তাদেরই মার্সিসাইড প্রতিদ্বন্দ্বী এভারটন।  

আরও খবর

🔝