gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ ৩ জন গ্রেপ্তার
প্রকাশ : শনিবার, ৭ অক্টোবর , ২০২৩, ০৩:৫৩:০০ পিএম
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
GK_2023-10-07_65212763a54f9.jpg

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপুল পরিমান জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে। আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা এ তথ্য জানান। এর আগে সিদ্ধিরগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় নোট ছাপানোর সরঞ্জাম ও জাল সাত লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, দুইটি জালনোট তৈরির গ্লাস, এককেজি ট্রেসিং পেপার, A4 পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে মো. রুবেল ইসলাম হৃদয় (২০)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন উৎসবসহ (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) বিভিন্ন সময় ঢাকাসহ আশপাশের সব জেলায় বিক্রি করা হয়।

আরও খবর

🔝