gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রংপুরে শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর , ২০২৩, ০৪:০৪:০০ পিএম
রংপুর সংবাদদাতা:
GK_2023-10-16_652d0acb17db9.jpg

রংপুরে শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। রোববার (১৫ অক্টোবর) রাতে পীরগাছা উপজেলার দেউতি এলাকায় এ ঘটনা ঘটে। জামাই আবু তাহের একই এলাকার আয়নালের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রাস্তার পাশের ৩০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল স্থানীয় নূর হোসেন ও আবু কালামের। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। মীমাংসা উপেক্ষা করে রোববার থেকে ফের উত্তেজনা ছড়ায় আবু কালামের লোকজন। একপর্যায়ে মধ্যরাতে বেশকিছু লোকজন নিয়ে নূর হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নূর হোসেন জানান, ভগ্নীপতিকে দাওয়াত দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর তাকে বাড়ি যেতে দেইনি। রাত আড়াইটার দিকে হঠাৎ বেশকিছু ছেলে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। এসময় আমার ছেলে ও ভগ্নীপতি বের হলে তাদের ওপর হামলা চালায়। এতে রাতে আবু তাহের মারা যায়। আমি এ হত্যার বিচার চাই।
নিহতের ছেলে রাসেল জানান, আমার বাবাকে রাতে মামা দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে এসেছিলেন বাবা। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে কেন মারলো তারা? আমি বাবা হত্যার বিচার চাই।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম বিল্লাহ জানান, শুনেছি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানতে পারিনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

🔝