gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

পরিবারের কেউই বেঁচে রইল না
প্রকাশ : মঙ্গলবার, ২৪ অক্টোবর , ২০২৩, ০১:৪৫:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2023-10-24_6537765d35e84.jpg

কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে একই পরিবারের চারজনের সবাই নিহত হয়েছেন।
একই পরিবারের নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার স্ত্রী ফাতেমা আক্তার, তাদের ছেলে সজীব মিয়া এবং ইসমাইল মিয়া। সুজন মিয়া মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সুজন মিয়া সংসার চালাতেন ডাব বিক্রি করে। ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গিয়েছিলেন গ্রামে। সোমবার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ফিরছিলেন ঢাকায়। কিন্তু কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সপরিবারে প্রাণ হারিয়েছেন সবাই।
ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় নান্দাইল উপজেলার এই পরিবারসহ আরও একজন নিহত হয়েছেন। সুজন মিয়ার ভাই স্বপন মিয়া জানান, আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে ট্রেনে করে ঢাকায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত এগারোসিন্ধুর গোধুলীর তিনটি বগি থেকে একে একে মরদেহ বের করা হচ্ছে। বগির নিচে অনেকে চাপা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও খবর

🔝