gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৭
প্রকাশ : মঙ্গলবার, ২৪ অক্টোবর , ২০২৩, ০৩:২৩:০০ পিএম
সিলেট সংবাদদাতা:
GK_2023-10-24_65378600cd740.jpg

সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখাল নামক স্থানে পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) এবং মোহাইমীন (২৮)। দুর্ঘটনায় আহতরা হলেন-ঢাকা কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), ঢাকা কদমতলীর রুবেল আলম (২৮), ঢাকা লংঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ঢাকা কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) এবং নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এছাড়া, অন্য দুই জনের নাম জানা যায়নি৷
আহতদের একজন জাহাঙ্গীর জানান, তারা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করতে পিকআপ নিয়ে সিলেট আসেন৷ মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন৷ পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, একজন পিকআপের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

🔝