gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিএনপির অবরোধের সাড়া পড়েনি হাতিয়ায়
প্রকাশ : বুধবার, ১ নভেম্বর , ২০২৩, ১২:৫৬:০০ পিএম
হাতিয়া প্রতিনিধি:
GK_2023-11-01_6541f676c8c01.jpg

হাতিয়ায় বিএনপি জামায়াতের ডাকা অবরোধের কোন সাড়া মেলেনি। ২৮ অক্টোবর বিএনপি সহ সমমনা দলগুলোর মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর ডাকা অবরোধের ডাকে কার্যতঃ হাতিয়া এর বিন্দু মাত্র প্রভাব পড়েনি।
সরেজমিনে দেখা যায়, অবরোধের ২য় দিনেও হাতিয়ায় যান বাহন যথারীতি স্বাভাবিক দেখা গেছে। এছাড়াও নৌপথে জেলা শহরের যাওয়ার সকল নৌযান ও ঢাকাগামী লঞ্চগুলো চলাচল করছে।
হাতিয়া অবরোধ পালিত না হওয়ার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।
এদিকে হাতিয়া থানা পুলিশের টহল টিম শহরের গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতা চোখে পড়েছে। হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিশান আহমেদ জানান, যে কোন অরাজক পরিস্থিতি মোকাবেলায় আমাদের পুলিশ বাহিনী সদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও কোন প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা করতে দেয়া হবে না বলে তিনি জানান।
অবরোধ বিষয়ে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ আলী জানান, মানুষের জানমাল ও জীবন জীবিকার স্বার্থে আমরা তাদের সাথে রয়েছি। কোন অপশক্তিকে অরাজকতা ও বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। এ সরকারের আমলে যত দৃশ্যমান উন্নয়ন হয়েছে তার সুফলকে বাধাগ্রস্থ করতে একটা পক্ষ ষড়যন্ত্র করে আসছে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে আওয়ামীলীগের নেতা কর্মীরা মাঠে রয়েছে।

আরও খবর

🔝