gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নিরাপত্তা ব্যবস্থায় সড়কে যান চলাচলের সুপারিশ
প্রকাশ : রবিবার, ৫ নভেম্বর , ২০২৩, ০৪:৩০:০০ পিএম
খাগড়াছড়ি প্রতিনিধি:
GK_2023-11-05_654769ae25ac1.jpg

বিএনপির দ্বিতীয় ধাপের অবরোধে করণীয় ঠিক করতে খাগড়াছড়ির ব্যবসায়ী ও পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। পরিবহন নেতারা হরতাল অবরোধে মধ্যে সড়কে যান চলাচলে নিরাপত্তা বিধানের অনুরোধ জানান জেলা প্রশাসকের কাছে।
রোববার (০৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সেখানে জেলা প্রশাসক মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ বিভিন্ন ব্যবসায়ী ও পরিবহন নেতারা।
সভায় ব্যবসায়ী ও পরিবহন নেতারা হরতাল অবরোধে পণ্য ও যাত্রী পরিবহনে সড়কের সার্বিক পরিস্থিতি তুলে ধরে যান চলাচলে নিরাপত্তা বিধানের অনুরোধ জানান। এ সময় সভা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

আরও খবর

🔝