gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
নাটোরে ৩ দিনব্যপী ইজতেমা শুরু
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর , ২০২৩, ০১:১৩:০০ পিএম
নাটোর প্রতিনিধি:
GK_2023-12-14_657aa66ccccbe.jpg

তাবলিগ জামাতের সাদপন্থিদের ৩ দিনব্যপী নাটোর জেলা ইজতেমা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফজরের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শহরতলীর তেবাড়িয়া মারকাজ জামে মসজিদ সংলগ্নস্থানে শুরু হওয়া এ ইজতেমা চলবে আগামী শনিবার পর্যন্ত।
আয়োজক সূত্র জানায়, তিন দিনব্যাপী এ ইজতেমায় ৯টি খিত্তায় প্রায় ১০ হাজার মুসল্লির সমাগম হবে। এতে নাটোরের সবকয়টি উপজেলা, পৌরসভা ইউনিয়নের মুসল্লিরা রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলোসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইজতেমা মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া মেডিকেল সেন্টার ও অগ্নিনির্বাপকের জন্য রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. শাহাদৎ আলী খান বলেন, ইজতেমায় তাবলিগের মুরব্বি ও আলেমরা গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন। ইজতেমা সফলভাবে শেষ করতে মাঠে ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। অজু, শৌচাগারসহ পানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই ইজতেমা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী বলেন, ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। বেশি মানুষের সমাগম হবে বলে সেখানে বাড়তি পুলিশ রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকে, মোবাইল টিম সেখানে রয়েছে। ইজতেমা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও খবর

🔝