gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খাগড়াছড়িতে উৎসবের আমেজে শুভ বড়দিন পালিত হচ্ছে
প্রকাশ : সোমবার, ২৫ ডিসেম্বর , ২০২৩, ০৩:১৭:০০ পিএম
খাগড়াছড়ি সংবাদদাতা:
GK_2023-12-25_658940b28d43b.jpg

যীশুখ্রিস্টের জন্মতিথি উপলক্ষে খাগড়াছড়ি শহর, শহরতলীর বিভিন্ন স্থানে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। নানা রংয়ের সাজে সেজেছে গির্জা, চার্চ ও ধর্মীয় প্রচার প্রতিষ্ঠানসমূহ। বিভিন্ন চার্চ ও গির্জায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিনের উৎসব পালন করেন খ্রিস্টান ধর্মপ্রিয়রা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলছে নানা অনুষ্ঠান।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা সদরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। গত রাতে এ উপলক্ষে বিশেষ উপাসনা, মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা উৎসর্গ করা হয়।
সকালে গির্জায় গির্জায় বিশেষ উপাসনা দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। এরপর বড়দিনের কেক কাটা হবে। এছাড়াও শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, চকলেট বিতরণ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। সবশেষে দেশ ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা করা হবে।
উল্লেখ, খাগড়াছড়ি জেলায় দুই শতাধিক গির্জা রয়েছে।

আরও খবর

🔝