gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শুভ নববষষো
প্রকাশ : রবিবার, ৩১ ডিসেম্বর , ২০২৩, ০৮:২৫:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2023-12-31_65917a26dc52d.jpg

সন্দের আগে সূযযোডা তলায় যাওয়ার সাতে সাতে তলায় গেলো ২০২৩ সালও। সাতে সাতে মনে পইড়ে গেলো শিবরাম কাকার বিখ্যাত এট্টা উক্তি। বচর নিয়ে বেশি হৈ চৈ করার কিচ্চু নেই। কারন যে নতুন বচরই আসুক না কেন তা এক বচরের বেশি টেকে না। তেবে দিন যায় কতা থাকে সেইরাম বচর চইলে গেলিও নানান কতা মনে করায় দিয়ে গেলো। রাজা ভোটই এই বচরের শেষদিকি আইসে জমায় দিয়ে গেলো। বিশেষ কইরে নৌকোর সাতে পাল্লাপাল্লি যারে মাটে উইলেচে তারা ভোটের মাট জমায় দেচেন।
অনেকের মুকি শুনতিচি ভাগ্যেস তারা দাড়ায়লো বিলে না হলি এক হাইতে ভোট হলি ভুটারগের বিচ মারার কেউ থাইকতো না। একন জইমে উটায় ভোটে কদর বাইড়েচে ভুটারগের। বসন্ত আইসে গেচে এট্টা গানের মতো ভোট আইসে গেচে বুঝবা কি কইরে, কোচ্চেনডা আমার এক ভাইপো আমারে করিল। আমি তারে কলাম ক্যান যকন পাচ বচর পুইরে যাবে, তপসিল ঘোষনা করবে ভোট কমিশন তকন। ভাইপো নিকচোয় কলে ও সব কিতাবী কতা বাদ দেও। শোন যকন দেকপা দামি গাড়িত্তে উইলে কোন বড়লোক গরীবগুরোরে জড়ায় ধইরে কুলাকুলি ইস্টাট দেচে, তকন বুঝবা ভোট আইসে গেচে।
তেবে এক মুরুব্বী ভোট নিয়ে আমারে এক কোচ্চেন করিল সিডা হচ্চে, ইবারই দলের মদ্দিই ভোট নিয়ে পাল্লপাল্লি হচ্চে। যেই জিতুক সেই ঘরের ছাবাল। তালি যারা নৌকো পায়নি তাইগের টিরাক, ঈগল এই সব না দিয়ে বৈটে, ডুঙ্গা এই সব মার্কা দিতে পাইত্তো। তাতে ভুটারগেরও মনে স্বান্তনা থাইকতো। এই কোচ্চেন শুনলি বুঝা যায় গাও গিরামে থাকলিও মানুস কত ট্যানেল। মাতায় কিটনি না থাকলি এই সব কোচ্চেন মাতায় আসে কিরাম কইরে!
যে কতা কওয়ার জন্যি চিটিডা লিকতি বইলাম সিডা হচ্চে, সারে বচর জুইড়ে গাড়ি ঘুড়ায় আগুনির মতো জিনুস পত্তরে লাগা দামের আগুন যেন নতুন বচরে খ্যায় হয়। মানুস যেন সুহালে খাইয়ে পইরে দিন কাটাতি পারে। তেবে বচর শেষে আমার এক চাচার লিকা কবিতার দুডো লাইন মনে পইড়ে যাচ্চে। ‘দিন চইলে যায় আছে অল্প তারও, যার আচে অঢেল সে পাতি চায় আরো’। মিলেমিশে থাকি স¹লি। পুরোনো বচরের সব দুক্কু কষ্ট ভুইলে এক সাতে মাইতে উটি নতুন বচরের খুশিতি।
মুক্কু সুক্কু মানুস জ্ঞানের বহর খাটো, পুরোন বচরে যেদি কোন জানা অজানায় কারো মনে কষ্ট দিয়ে ফেলায় তালি নিজগুণি ক্ষেমা কইরে দেবেন। শুভ নববষষো।
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝