gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে -এস এম ইয়াকুব আলী
প্রকাশ : রবিবার, ৩১ ডিসেম্বর , ২০২৩, ১০:০৩:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর:
GK_2023-12-31_659190ddaf5d4.jpg

যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী বলেছেন, ‘সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল ধর্মের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
রোববার সকালে উপজেলার দক্ষিণ গাবুখালী মন্দির প্রাঙ্গণে ঈগল মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।
গাবুখালী ওয়ার্ডের মতুয়া মিশনের সভাপতি যগেশ্বর মল্লিকের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এইচ এম জাহাঙ্গীর আলম, জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক সাধন মল্লিক, যুবলীগ নেতা শিশির ও মাস্টার অনুপম মল্লিক। একইদিনে বিকেলে ঝাঁপা ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন এসএম ইয়াকুব আলী। স্থানীয় কোমলপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক কওসার আহমেদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু এবং আওয়ামী লীগ নেতা আবুল বাশার, এস এম রবিউল ইসলাম, স ম আলাউদ্দিন এবং যুবলীগ নেতা জসিম উদ্দিন। সঞ্চালনা করেন ইউপি সদস্য খালেদুর রহমান টিটু। সমাবেশকে কেন্দ্র করে বিকেল ৩টার পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে পথসভাস্থলে নেতাকর্মীরা হাজির হতে থাকেন। ইয়াকুব আলী পথসভায় অংশগ্রহণ করার পূর্বেই সভাস্থল কাণায় কাণায় ভর্তি হয়ে যায়।
এসএম ইয়াকুব আলী বলেন, ‘মণিরামপুর আসনে ঈগল প্রতীকের নিশ্চিত বিজয় দেখে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে বিরোধীপক্ষ। এদের কথায় কান না দিয়ে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট দেবেন।’ তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করে দেশ ও বিদেশে নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে অবদান রাখার উদ্দেশ্যেই এবার প্রধানমন্ত্রীই নির্বাচন করার অনুমতি দিয়েছেন। এছাড়াও বিদেশে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না। তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি। আমার বিশ^াস আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।’
সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইয়াকুব আলী কোমলপুর বাজার প্রদক্ষিণ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থণা করেন।

আরও খবর

🔝