gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরে চাঁদার দাবিতে ছুরিকাঘাত এক আসামি আটক ও ৫ জনের আত্মসমর্পণ
প্রকাশ : রবিবার, ৩১ ডিসেম্বর , ২০২৩, ১০:০৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2023-12-31_659191bfb90bf.jpg

যশোরে চাঁদা দিতে অস্বীকার করায় জিল্লুর রহমান নামে একজন এনজিও কর্মকর্তাকে ছুরিকাঘাত ও মারপিটের মামলার আসামি আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে বাগডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। এছাড়া এ মামলার অপর পাঁচ আসামি একই এলাকার সজিব, আজিম, ওলিয়ার, শাহীন ও ইমরান রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারে জিল্লুর রহমানের কাছে চাঁদা না পেয়ে তাকে মারপিট করে জখম করে। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আহত জিল্লুর রহমান জানান, তিনি আব্দুলপুর গ্রামে ইসপ্রাক সমবায় সমিতি নামে একটি এনজিও পরিচালনা করেন। তার কাছে দীর্ঘদিন ধরে আসামিরা চাঁদা দাবি করে আসছিলো। ইতিমধ্যে তাদেরকে পাঁচলাখ টাকা দেয়া হয়। কিন্তু তার পরেও আরও ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেয়ায় তার উপর হামলা চালানো হয়।

আরও খবর

🔝