gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোর দাবিতে

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি , ২০২৪, ০৩:৩৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১০ মে , ২০২৪, ১২:০৪:৪৬ এ এম
ঢাকা অফিস:
GK_2024-01-11_659fa72f9e257.jpg

গাজীপুরের শ্রীপুরে তিনটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
সড়ক অবরোধের কারণে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে শ্রমিকদের অভিযোগ কারখানার শ্রমিকদের দাবি সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করলেও তা কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ।
সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এছাড়াও ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকেরা অসংগতি বিরুদ্ধে প্রতিবাদ জানান।
কারখানার শ্রমিক ফাহিমা বেগম বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকেরা আন্দোলন করছে। এ বিষয়ে কথা বলতে গেলে কারখানার ইনচার্জ আজাদ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তার অফিস থেকে বের করে দেন।
কারখানার শ্রমিক সোহেল রানা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অল্প বেতনে আমাদের সংসার চালতে হিমশিম খাচ্ছে। সরকার বেতন ঘোষণা করলেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। কী করব যে বেতন পাই তা দিয়ে বাসা ভাড়া আর দোকান বাকি দিলেই সব শেষ।
ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার ইনচার্জ আজাদ বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে আপনার সঙ্গে কথা বলব।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর

🔝