gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
রাবির প্রশাসনিক ভবন অবরোধ : অফিস কার্যক্রম বন্ধ
প্রকাশ : মঙ্গলবার, ১২ জানুয়ারি , ২০২১, ০৫:২৯:০১ পিএম
রাজশাহী ব্যুরো ::
1610450996.jpg
এবার নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এতে কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করতে না পারায় অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানেই অবস্থান নেয় চাকরি প্রত্যাশীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিকেলেও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।এর আগে, সোমবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনে তালা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উপাচার্য এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান অবরুদ্ধ হয়ে পড়েন। রাতভর অবরোধের পর মঙ্গলবার সকালে উপাচার্যের বাসভবনের তালা খুলে দেওয়া হয়।সেখানে অবস্থান নেওয়া রাবি ছাত্রলীগের সহসভাপতি মাহাফুজ আল-আমিন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এটার কোনো সমাধান বা আশ্বাস না পাব, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’উপাচার্যের বাসভবনের তালা খোলার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মারা গেছেন। উপাচার্য মর্মাহত, তিনি জানাজায় যেতে পারেন। তাই মানবিক বিবেচনায় আমরা সেখান থেকে সরে এসেছি।’ নিয়োগের বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একজন প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়া জন্য একটি চিঠি আসে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নিয়োগ বন্ধে আছে, তাই আমি বিষয়টি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি নিয়োগ দিতে বলেছেন।’ উপাচার্য আরও বলেন, ‘সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতারা এসে চাকরির দাবি জানায়। আমি জানিয়েছি, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়োগ বন্ধ রাখা হয়েছে। এখন আমি নিয়োগ দিতে পারব না।’উল্লেখ্য, সোমবার অফিস চলাকালে মো. জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে এডহক নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে চাকরি প্রার্থীরা সন্ধ্যার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৭টায় চাকরি প্রত্যাশী ও রাবি ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াছ হোসেন, সাদেকুল ইসলাম স্বপন ও ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে ৬ জনের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনের ভেতরে যান। সেখান থেকে বেরিয়ে এলে রাত সাড়ে ৯টার দিকে বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

আরও খবর

🔝