gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
লঙ্কান প্রধান নির্বাচকের পদত্যাগ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি , ২০২১, ০৭:০৭:১৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1611839490.jpg
টানা ব্যর্থতার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্থা ডি মেল। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কা। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও হয়েছে একই পরিণতি। এর জেরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অশান্থা ডি মেল। যদিও সাবেক এই লঙ্কান ক্রিকেটার দাবি করেছেন, আগে থেকেই সরে যাওয়ার পরিকল্পনা ছিল তার।২০১৮ সালের নভেম্বর থেকে প্রধান নির্বাচকের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন অশান্থা। তিনি দায়িত্বে থাকাকালীন ২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।  

আরও খবর

🔝