gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে দু’পানি বিশুদ্ধকরণ কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : সোমবার, ৮ ফেব্রুয়ারি , ২০২১, ০৮:০২:৩০ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
1612793007.jpg
কেশবপুরে বিএসটিআই’র অনুমোদনবিহীন ও নোংরা পরিবেশে পানি বিশুদ্ধকরণ এবং সরবরাহ করায় দু’টি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা শহরের পোস্ট অফিস সংলগ্ন নাসির গাজীর সেফ এন্ড সেভ ড্রিংকিং ওয়াটার ও শহরের আলিয়া মাদ্রাসা সড়কের ফারুক হোসেনের কেএসপি পিওর ড্রিংকিং ওয়াটার নামে পানির কারখানায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ওই সকল প্রতিষ্ঠানে বিএসটিআই’র অনুমোদন না থাকায় ও নোংরা পরিবেশে পানি বিশুদ্ধকরণ এবং সরবরাহ করার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে দশ হাজার টাকা করে জরিমানা করেন।

আরও খবর

🔝