gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোর সরকারি মহিলা কলেজে শহীদ মিনারের উদ্বোধন
প্রকাশ : রবিবার, ২১ ফেব্রুয়ারি , ২০২১, ০১:১৭:৫১ পিএম
কাগজ সংবাদ:
1613892321.jpeg
যশোর সরকারি মহিলা কলেজে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শহীদ মিনারের উদ্বোধন করেন। এছাড়া, তিনি কলেজ আয়োজিত শহীদ দিবসের আলোচনায় বক্তৃতা করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাে: আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবীর ও প্রফেসর মর্জিনা আক্তার। কাজী নাবিল আহমেদ এমপি কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে অধ্যক্ষ ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন এবং কলেজের উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের স্বপ্নের সােনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও এসডিজি বাস্তবায়নেসকলের সহযােগিতা কামনা করেন। একইসাথে মুজিববর্ষ সফল করতে সকলের সহযােগিতা কামনা করেন।তিনি নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বিদ্যমান সুযােগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।এর আগে প্রধান অতিথি নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। 

আরও খবর

🔝