gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রহেলাপুরে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মিলন
প্রকাশ : রবিবার, ২১ ফেব্রুয়ারি , ২০২১, ০১:৩৯:০১ পিএম
কাগজ সংবাদ:
1613893235.jpeg
আজ রোববার দুপুরে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি খন্দকার মতিউর রহমান, সাধারণ সম্পাদক রুমি হাসান পলাশ, যশোর জেলা যুবলীগের নেতা কেরামত আলী, সোহেল রানা সেন্টু, খালেদুর রহমান টিটো। আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা সাগর খন্দকার, হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু সাঈদ ফজলুর রহমান, জোয়াদ হোসাইন, বেলাল হোসাইন, আব্দুল জব্বার, খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার আব্দুল মাজিদ ও সাবেক ইউপি সদস্য সুলাইমান হোসাইন।  ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শহীদুল ইসলাম মিলন বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক পরিমাণে উন্নয়ন হয়। দেশের ৬৪ জেলায় বড় বড় মসজিদ নির্মাণ হচ্ছে। সাথে সাথে মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহনপুরে এই মাদ্রাসা নির্মিত হচ্ছে।

আরও খবর

🔝