gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভারত থেকে এলো আরও ২০ লাখ ডোজ ভ্যাকসিন
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ০৩:২০:১৫ পিএম
ঢাকা অফিস::
1614072369.jpg
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে আরও ২০ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন বাংলাদেশে এসেছে।সোমবার রাত সাড়ে ১২টায় ভারতের স্পাইসজেট এসজি-জিরো জিরো থিক্স থ্রি কার্গো ফ্লাইট কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজের চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভ্যাকসিনের চালান বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যানে করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টঙ্গীতে অবস্থিত ওয়্যারহাউজে নিয়ে যাওয়া হয়।মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে ভ্যাকসিনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ সরকার। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।এর আগে গত ২৫ জানুয়ারি সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসে দেশে।  সেই সময়ে প্রায় ৫০ লাখ ডোজ পায় বাংলাদেশ। তার আগে ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার পাঠানো প্রায় ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে।

আরও খবর

🔝