gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন ক্রিকেটাররা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ০৭:০৮:৪৪ পিএম
ক্রীড়া ডেস্ক::
1614085827.jpg
তিনটি ওয়ানডে ও সমসংখ্যক টি-২০ সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে এর আগে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। যাওয়ার আগে বিমানবন্দরে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলে গেলেন, অধরাকে তারা ধরতে চান এই দফায়।নিউজিল্যান্ডে বরাবরই বাংলাদেশের বড় প্রতিপক্ষ সেখানকার কন্ডিশন। প্রচন্ড বাতাস ও তীব্র শীতে মাঠের লড়াইয়েই পিছিয়ে পড়েছে বারবার। এবার মাঠে নামার আগেই এর সাথে য্ক্তু হয়েছে কোয়ারেন্টিন।সফরের শর্ত অনুযায়ী তিন দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে বিমানে চেপেছে বাংলাদেশের ৩৫ সদস্যের বহর। তাদের প্রথম গন্তব্য ক্রাইস্টার্চ। সেখানে পৌঁছানোর পর আবার কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে শুরু হবে কোয়ারেন্টিন। দলের ঠিকানা হবে ক্রাইস্টচার্চের অদুরে লিংকন ইউনিভার্সিটি হাই পারফরম্যান্স সেন্টারে। দলের সঙ্গে এবার পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দলের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের ‘কমিউনিকেশন গ্যাপ’ মেটাতে এখন থেকে প্রতি সফরেই একজন বোর্ড পরিচালককে পাঠানো হবে।সফরে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ এটি। টি-২০ সিরিজের তিন ম্যাচ ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

আরও খবর

🔝