gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরে একদিনে চার হাজার মানুুষের ভ্যাকসিন গ্রহণ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ০৮:৫৭:৫৫ পিএম
কাগজ সংবাদ :
1614092299.jpg
যশোরে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) নিয়েছেন তিন হাজার আটশ’ ৯৮ জন। এর মধ্যে শুধুমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক হাজার তিনশ’ ৭৯ জন ভ্যাকসিন নিয়েছেন।মঙ্গলবার সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটশ’ ৬৭ জন পুরুষ ও পাঁচশ’ ১২ জন নারী, পুলিশ হাসপাতাল থেকে ৫২ জন পুরুষ ও ৩৫ জন নারী পুলিশ সদস্য, যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ৬৩ আট জন পুরুষ ও সাতজন নারী ভ্যাকসিন গ্রহণ করেন।এছাড়া, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরুষ দুশ’ ৮৭ ও নারী একশ’ ৭৩ জন, বাঘারপাড়ায় পুরুষ একশ’ ৫৪ ও নারী একশ’ পাঁট জন, চৌগাছায় পুরুষ একশ’ ৮০ ও নারী একশ’ জন, ঝিকরগাছায় পুরুষ একশ’ ৭১ ও নারী একশ’ চার জন, কেশবপুরে পুরুষ একশ’ ৫৫ ও নারী ৭৫ জন, মণিরামপুরে পুরুষ দুশ’ ৮৩ ও নারী একশ’ ৬২ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরুষ দুশ’ ৭৮ ও একশ’ ৩২ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।মঙ্গলবার ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, দৈনিক গ্রামের কাগজের চুড়ামনকাটি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মিলন,স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার প্রতিষ্ঠাতা মেহেদি হাসান শিহাব প্রমুখ। 

আরও খবর

🔝