gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে কমরেড আইয়ুব হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ০৯:০৫:০০ পিএম
কাগজ সংবাদ:
1614092758.jpg
যশোরে কমরেড আইয়ুব হোসেনে ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিপ্লবী ছাত্রমৈত্রীর উদ্যোগে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, শহীদ আইয়ুব হোসেন বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামনে থেকে আজীবন লড়াই করে গেছেন তিনি। তার স্বপ্ন পূরণে দলমত নির্বিশেষে সংগ্রাম করার আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সংগঠনের জেলা সভাপতি অনুপ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী রুহুল আমিন, বিপ্লবী ছাত্রমৈত্রীর জেলা শাখার সাবেক সভাপতি আহাদ আলী মুন্না, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন পলাশ, সাংস্কৃতিক সংগঠক হাসান হাফিজুর রহমান, ছাত্রনেতা প্রলয় কুমার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা শোভন গোলদার। এদিকে, জেলা যুবমৈত্রীর সাবেক সদস্য আইয়ুব হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার যুবমৈত্রীর উদ্যোগে দড়াটানায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী যে দল বা মতেরই হোক না কেন তার বিচার হতে হবে।     মানববন্ধন শেষে মোমবাতি প্রজ্বালন করা হয়। মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক জেলা কমান্ডার রাজেক আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, জেলা যুবমৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অরুপ মিত্র, অভয়নগর উপজেলা যুবমৈত্রীর সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস। অন্যদিকে,আইয়ুব হোসেন স্মরণে সকালে ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর উদ্যোগে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।          

আরও খবর

🔝