gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাইটস যশোরের প্রকল্প অবহিতকরণ সভা
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২১, ০৯:১৯:১২ পিএম
কাগজ সংবাদ:
1614093582.jpg
মঙ্গলবার যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের উদ্যোগে ‘স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পত্তি বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় হোটেল সিটি প্লাজায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের সভাপতি বিশিষ্ট দন্ত চিকিৎসক ইয়াকুব আলী মোল্লা। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত।  বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত ও প্রবীণ শিক্ষক ডক্টর মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। সভায় প্রকল্প সম্পর্কে অবহিত করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাকারিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাইটস যশোরের প্রজেক্ট ম্যানেজার এসএম আজহারুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন।উন্মুক্ত আলোচনায় অংশ নেন যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা, নরেন্দ্রপুরের মোদাচ্ছের আলী, রামনগরের নাজনীন নাহার, মণিরামপুরের ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অভয়নগরের প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দীন, বাঘারপাড়ার বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, ঝিকরগাছার শিমুলিয়া ইউপি চেয়ারম্যান  শফিউদ্দীন আহমেদ, শার্শার বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, কেশবপুরের কেশবপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দীন ও চৌগাছার সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রাইটস যশোর প্রকল্পটি যশোরের আট উপজেলার দশটি ইউনিয়নে ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু করেছে। চলবে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত। 

আরও খবর

🔝