gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইতালিতে তৃতীয় লিঙ্গের মানুষ পেল নতুন নাম-পরিচয়
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৩:৩১:৫৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1614591449.jpg
ইতালিতে এ প্রথম তৃতীয় লিঙ্গের মানুষের নতুন নামে পরিচয়ের নিয়ম চালু হয়েছে। রোমের একটি কলেজের এ উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে ওই দেশের মধ্যে। এরই মধ্যে নাম পরিবর্তনের এ পদ্ধতিকে ইউরোপিয়ান ইউনিয়ন আইনি স্বীকৃতি দিয়েছে। বিশ্বজুড়ে তৃতীয় লিঙ্গের মানুষের নিয়ে নানা যন্ত্রণার কথা প্রচলিত রয়েছে। যদিও ইতালিতে তৃতীয় লিঙ্গের মানুষের কবলে পড়ে নাগরিকদের হয়রানির শিকার হতে হয় না। তবে তারা নানা অসামাজিক কাজের সঙ্গে জড়িত থেকে জীবিকা নির্বাহ করে।কাগজে-কলমে অথবা জন্মসূত্রে নাম যাই থাকুক না কেন নারী হিজড়াদের নতুন নামে ডাকার একটি নীতি অনুমোদন করেছে রাজধানী রোমের কলেজ ‘লিসেও দি রিপেত্তা’। হরমোন বিবেচনায় কারও নাম মার্কো থাকলে তাকে মারিয়া অথবা ফ্রান্সেস্কো থাকলে ফ্রান্সেস্কা নামে ডাকা নিয়ম চালু করেছে ওই কলেজটি। এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা।ওই কলেজে অধ্যয়নরত তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের নতুন নাম দেয়ার পর থেকেই ইতালির বিভিন্ন স্কুল ও কলেজ আগ্রহ দেখাচ্ছে। তারাও তৃতীয় লিঙ্গের মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কথা জানিয়েছে।নাম পরিবর্তনের এ পদ্ধতিকে ইউরোপিয়ান ইউনিয়ন আইনি স্বীকৃতি দিয়েছে। তৃতীয় লিঙ্গের অনেক মানুষ রাজধানীর রোমের বিভিন্ন প্রতিষ্ঠান কাজও করছেন। এর আগে করোনার মধ্যে দেশটির মেডিসিন এজেন্সি হরমোন থেরাপি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত অক্টোবর থেকেই সিদ্ধান্ত কার্যকরও হয়েছে।

আরও খবর

🔝