gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এ পর্যন্ত পৌর নির্বাচনে আ. লীগ ১৮৩, বিএনপি ১১
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৩:৪১:০০ পিএম
কাগজ ডেস্ক::
1614592800.jpg
সারাদেশে ২৩২টি পৌরসভায় পাঁচ দফায় যে ভোট হয়েছে তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা জয় পেয়েছেন ১৮৩টিতে। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি জয় পেয়েছে ১১টিতে।বাকি পৌরসভায় রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি ও জাসদ একটি করে এলাকায় জয় পেয়েছে।বাকি ৩৬টি পৌরসভায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের মধ্যে ৩৪ জনই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করেছেন। বাকি দুই জনের একজন বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াই করেছেন। আর একজন কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন।বেশিরভাগ পৌরসভাতেই বিজয়ী আওয়ামী লীগ ও পরাজিত বিএনপির মধ্যে ভোটের ব্যবধান ছিল অনেক বেশি। এসব পৌরসভায় অর্ধেকের মতো এলাকায় ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। বাকিগুলোতে ভোট হয় ব্যালটে।এই নির্বাচনেও বেশ কিছু এলাকায় উঠেছে কারচুপির অভিযোগ। বিএনপির কেন্দ্র থেকে নির্বাচনেকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আর দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনঅংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করছে, ভোট হয়েছে সুষ্ঠু। নির্বাচন কমিশন কোথাও কোথাও সংঘাত-সহিংসতার বিষয়টি স্বীকার করলেও ভোটে কারচুপির অভিযোগ মেনে নেয়নি।এই পৌর নির্বাচনে কেন্দ্র করে দুই জন প্রার্থী, একজন প্রার্থীর ভাইসহ অন্তত ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে সিরাজগঞ্জে কাউন্সিলর পদে জয়ী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে হামলায়।

আরও খবর

🔝