gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রশ্নফাঁস চক্রের ১৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৫:০৭:১৮ পিএম
ঢাকা অফিস::
1614596897.jpg
মেডিকেল ও ডেন্টালের প্রশ্নফাঁস করে প্রায় শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন আবদুস সালাম খান ও জসিম উদ্দিন ভুঁইয়ার পারিবারিক সিন্ডিকেট। এ সিন্ডিকেটের ১৪ সদস্যের বিরুদ্ধে রোববার ধানমন্ডি থানায় অর্থপাচার আইনে মামলা করেছে সিআইডি।মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান।পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে চক্রের সদস্যদের একজন বাদে বাকিদের কোনো পেশা নেই বলে উল্লেখ করে বলা হয়। তারা যে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তা অপরাধের মাধ্যমে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের তদন্তে সামনে আসে মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের বিষয়টি। ২০২০ সালে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর প্রশ্নফাঁসের পারিবারিক সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডি। গ্রেপ্তার হন চক্রের মূলহোতা আবদুস সালাম খান ও তার খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নু। এরপর একে একে গ্রেপ্তার হন এ চক্রের ৯ সদস্য।সিআইডি জানিয়েছে, জসিমের পরিকল্পনায় তার খালাতো ভাই স্বাস্থ্য-শিক্ষা অধিদপ্তরের ছাপাখানার সাবেক মেশিনম্যান সালাম ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রশ্ন সরবরাহ করেছে। আর চক্রের অন্যরা মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছুদের কাছে প্রশ্ন বিক্রি করে আয় করেছে ৯৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার টাকা। এ টাকা দিয়ে পরবর্তীতে তারা স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছে। এ চক্রের বেশিরভাগ সম্পদই মেলে ঢাকা ও মানিকগঞ্জের সিংগাইরে।মামলায় চক্রের মূলহোতা আবদুস সালাম খান ও তার খালাতো ভাই জসিম উদ্দিন ভূঁইয়া, জসিমের স্ত্রী শারমীন, বোন মীরা, দুলাভাই আলমগীর, ভাগ্নে মবিন ও পারভেজসহ ১৪ জনের নামসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।অর্থপাচার মামলার তদন্তের পাশাপাশি এ সিন্ডিকেটের সম্পদ জব্দের জন্য আদালতে আবেদনও করবে বলে জানিয়েছে সিআইডি।

আরও খবর

🔝